আমাদের সাইটের সেবা ব্যবহারের নিয়মাবলী।
গাড়ি ভাড়া দিতে চাইলে করনীয়ঃ
* প্রথমে ডান পাশে উপরে "একাউন্ট খুলুন" বাটনে ক্লিক করে দরকারি তথ্যাদি দিন।
* আপনার মোবাইলে যাওয়া "ফিরতি ট্রিপ.কম" ওটিপি (OTP) কোড টি টাইপ করুন এবং ক্লিক করুন।
*সব তথ্য ঠিক থাকলে আমাদের টিম পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট চালু করে দেবে।
* একাউন্ট চালু হবার পর মোবাইল নং এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, এবং ডান পাশে উপরে " ড্যাশবোর্ড" বাটনে ক্লিক করে একাউন্টে আপনার ছবি দিন এবং কোনো কিছু পরিবর্তন করতে "একাউন্ট তথ্যাদি পরিবর্তন" বাটনে ক্লিক করে পরিবর্তন করুন।
* বিজ্ঞাপন দিতে উপরের "ফিরতি ট্রিপ.কম" লেখায় ক্লিক করুন। এই পেইজে আপনি আপনার দেওয়া বিজ্ঞাপনের তালিকা দেখতে পাবেন।
* নিচে "ভাড়া দিতে" বাটনে ক্লিক করুন। পরের পেইজে "বিজ্ঞাপন দিতে" বাটনে ক্লি করুন। আপনার যে ধরনের গাড়ি তা ক্লিক করুন। সেসব তথ্য চাওয়া হয়েছে তা দিন, গাড়ির ছবি আপলোড দিন, এবং সর্বশেষ "সাবমিট' বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। আমাদের টিম আপনার বিজ্ঞাপনটি যাচাই করে পরবর্তী ১ ঘন্টার মধ্যে প্রকাশ করে দেবে অথবা কোনো সমস্যা থাকলে প্রকাশ না করে ডিলিট করে দেবে।
* আপনার গাড়ি ভাড়া নিতে আগ্রহী গ্রাহক আপনার দেওয়া ফোন নম্বরে আপনাকে ফোন করবে। এবং আপনি এরপর আলোচনা করে নিয়ে তাকে নিশ্চিত করে দিন। গ্রাহকের ফোন নম্বর অবশ্যই নিরাপত্তার জন্য অন্য কাউকে দিয়ে যাবেন যাতে যে কোনো সমস্যায় আইনি সহায়তা নেওয়া যায়।
* ভাড়া হয়ে গেলে আবারও লগ ইন করে উপরের "ফিরতি ট্রিপ.কম" লেখায় ক্লিক করুন। এই পেইজে আপনি আপনার দেওয়া বিজ্ঞাপনের তালিকা দেখতে পাবেন। এখান থেকে বিজ্ঞাপনটি "ডিলিট" করে দিন।
নোটিশ-
*আপনি একাউন্ট খোলার সময় যে কয়টি গাড়ি আপনার আছে লিখবেন পরবর্তীতে তা আর পাল্টাতে পারবেন না। পাল্টাতে হলে একাউন্ট ডিলিট করে নতুন একাউন্ট খুলতে হবে।
* গাড়ি প্রতি আপনি সর্বোচ্চ দুইটি বিজ্ঞাপন দিতে পারবেন। অর্থাৎ আপনার ৫ টি গাড়ি থাকলে সর্বোচ্চ ১০ টি বিজ্ঞাপন দিতে পারবেন। যদি নতুন বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে যে কয়টি নতুন বিজ্ঞাপন দিতে চান সে কয়টি পুরাতন বিজ্ঞাপন ডিলিট করতে হবে।
* আপনার মূল্যবান জীবন এবং গাড়ির নিরাপত্তার জন্য যে কাউকে ফোনে গাড়ি ভাড়া দেবার সময় তার ফোন নম্বর, ঠিকানা এবং আনলোডের ঠিকানা আপনার অফিসে বা বাসায় অন্য কাউকে জানিয়ে সংরক্ষন করতে বলবেন এবং গ্রাহককেও একথা জানিয়ে দেবেন যে তার তথ্য সংরক্ষন করা হবে।
* ফিরতি ট্রিপ.কম আপাতত ভাড়া গ্রহীতার কোনো তথ্য সংরক্ষন করে না । এই কারনে অবশ্যই নিজ দায়িত্বে ভাড়া দিবেন।
********************************
---------------
গাড়ি ভাড়া নিতে চাইলে করনীয়ঃ
* ভাড়া নিতে কোনো একাউন্ট খোলার প্রয়োজন নেই।
* শুরুতে সাইটের মাঝামাঝি ডানে "ভাড়া নিতে" বাটনে ক্লিক করুন।
* গাড়ির ধরন নির্বাচন করুন এবং পরের পেইজ দরকারি তথ্যাদি দিন।
* আপনার গন্তব্য কোনো ফিরতি ট্রিপ দাতা নিজের বিজ্ঞাপন প্রকাশ করে থাকলে আপনি তা দেখতে পাবেন। এবং মালিকের ফোন নম্বর নিয়ে কথা বলে ভাড়া নিশ্চিত করতে পারবেন।
* আপনার গন্তব্য কোনো বিজ্ঞাপন না থাকলে কাছাকাছি অন্য ঠিকানা ( থানা বা জেলা ) দিয়ে খুজে দেখুন কোনো বিজ্ঞাপন আছে কি না। থাকলে মালিকের সাথে কথা বলে রাজি করাতে চেষ্টা করুন এবং সব ঠিক থাকলে ভাড়া নিশ্চিত করুন।
* ভাড়া নেবার সময় অবশ্যই মালিকের ফোন নম্বর অন্য কোথাও সংরক্ষন করে রাখবেন যাতে পরবর্তীতে কোন সমস্যা হলে আইনি সহায়তা নিতে পারেন এবং মালিককেও জানিয়ে রাখুন যে তার তথ্য সংরক্ষন করা হচ্ছে।
* ফিরতি ট্রিপ.কম সকল মালিকের তথ্য সংরক্ষন করে বিধায় পরবর্তীতে যে কোনো সমস্যায় আমাদের থেকে তথ্য সহায়তা পাবেন।
নোটিশঃ
* বিজ্ঞাপনে দেওয়া ছবির সাথে গাড়ির মিল না থাকলে ভাড়া নিবেন না।
* ভাড়া নগদ টাকায় মালিককে পরিশোধ করুন।
* যে কোনো প্রয়োজনে আমাদের ফোন করতে পারেন। অবশ্যই দিনের কর্মঘন্টার মধ্যে। অন্য সময় ফোন দিলে সর্বদা আমাদের কাস্টমার প্রতিনিধি ফোন নাও ধরতে পারেন।
ধন্যবাদ সকলকে।
Firti Trip is the property of " Fin Balanced International Commerce " .
© 2024 Copyright Firtitrip.com All Right Reserved.