Privacy Policy
For Site and App
আমাদের সেবা গ্রহীতাদের কিছু নিয়মাবলি মেনে চলতে হবে, যথাঃ
ভাড়া দাতার জন্য আবশ্য পালনীয়ঃ
* আমাদের সাইটে দেওয়া ফোন নম্বর অবশ্যই আপনার মোবাইলে সংরক্ষন/ সেভ করুন।
* আমাদের সাইটে দেওয়া ফোন নম্বর দিয়ে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন । সাইটে দেওয়া নেই এমন নম্বরে যোগাযোগ করবেন না।
* ভাড়া দাতা সর্বদাই সঠিক তথ্য দেবেন। বিজ্ঞাপনে অবশ্যই গাড়ির সঠিক তথ্য এবং ছবি দেবেন। অন্যথায় আপনার বিজ্ঞাপন বাতিল করা হবে।
* ভাড়া দাতা অবশ্যই নিজ দায়িত্বে ভাড়া দেবেন এবং গ্রাহকের ফোন নম্বর সংরক্ষন করবেন।
* ভাড়া দাতার সকল তথ্য সংরক্ষন করা হবে বিধায় আইনি সহায়তার খাতিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে তথ্য সরবরাহ করা হবে।
* যে কোনো প্রয়োজনে সাইটে দেওয়া ফোন নম্বর থেকে আমরাও আপনাকে ফোন করতে পারি। সাইটের বাইরের কোনো ফোন থেকে ফোন করে আপনার ব্যাপারে কোনো তথ্য চাইলে দেবেন না। কল কেটে দিন এবং এড়িয়ে যান।
* আমাদের সাইটের তথ্যাদির নিয়মিত হালনাগাদ তথ্য নোটিশ আকারে দেওয়া হবে।
***************************************
ভাড়া গ্রহীতার জন্য আবশ্য স্মরনীয়ঃ
* আমাদের সাইটে দেওয়া ফোন নম্বর অবশ্যই আপনার মোবাইলে সংরক্ষন/ সেভ করুন।
* আমাদের সাইটে দেওয়া ফোন নম্বর দিয়ে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন । সাইটে দেওয়া নেই এমন নম্বরে যোগাযোগ করবেন না।
* ভাড়া গ্রহীতা নিজ দায়িত্বে ভাড়া নেবেন। আপনার নিরাপত্তার দায়িত্ব আপনার।
* আপাতত ভাড়া গ্রহীতাদের জন্য লগ ইনের ব্যবস্থা রাখা হয় নি। প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে লগ ইন চালু করা হতে পারে।
* ভাড়া নিয়ে ভাড়া বাতিল করবেন না। ভাড়া বাতিল করলে এবং আমাদের নিকট অভিযোগ আসলে আপনার নম্বর ব্ল্যাক লিস্ট করে সকল ভাড়া দাতাকে জানিয়ে দেওয়া হতে পারে যেন তারা আপনার ব্যপারে সচেতন থাকেন।
* আমাদের সাইটের তথ্যাদির নিয়মিত হালনাগাদ তথ্য নোটিশ আকারে দেওয়া হবে।
Firti Trip is the property of " Fin Balanced International Commerce " .
© 2024 Copyright Firtitrip.com All Right Reserved.